নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-০৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এস এম ইয়াকুব আলী তার ঈগল প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন।
গতকাল সন্ধ্যায় উপজেলার সামনে বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঈগল প্রতীকের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য অফিস উদ্বোধন করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় এস এম ইয়াকুব আলী বলেন, আমাকে ভোট প্রদানের মাধ্যমে আমাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সহযোগিতা করবেন। এছাড়া আমি মণিরামপুরের অবহেলিত এবং বঞ্চিত মানুষের পাশে থাকতে পারি সেজন্য আমার জন্য মণিরামপুরবাসী দোয়া করবেন। ভয়ভীতির উর্ধ্বে থেকে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি ঈগল প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে আমাকে নির্বাচিত করবেন। আমি যেন একটি সুন্দর সমাজ উপহার দিতে পারি মণিরামপুরবাসীকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা ও ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু, নেহালপুর ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা সাবেক ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন প্রমুখ। পরে পৌর শহরে একটি প্রচার মিছিল বের করে।
শিরোনাম:
- হৃদয়ছোঁয়া ভালবাসায় যশোরে ৫ রত্নগর্ভাকে সম্মাননা
- যশোর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত
- যশোরে জামায়াত ইসলামীর আনন্দ মিছিল ও সমাবেশ
- শব্দ থিয়েটারের নাটক ‘এ গ্রেট স্মাগলার’র মহরত অনুষ্ঠিত
- শার্শায় সিমেন্ট বোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা : আহত ২
- যশোরে নিরাপদ বাড়ি নির্মাণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
- আ’লীগের রাজনীতিক কার্যক্রম নিষিদ্ধকরণে যশোরে জামায়াতের সমাবেশ ও আনন্দ মিছিল
- বাজার দখলকে কেন্দ্র করে যশোরের ঝিকরগাছায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা : আটক ৬