আরিফুল ইসলাম, মণিরামপুর

যশোর জেলার মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ৬৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৮ জন এবং মানবিক বিভাগ থেকে ৪৮ জন।

রোববার এসএসসি পরীক্ষার ফলে দেখা যায় বিদ্যালয়েয়র ১৩ জন পরীক্ষার্থী এ+, ৩৩জন এ, ১২ জন এ- এবং বাকি পরীক্ষার্থীরা ই গ্রেডে কৃতকার্য হন।

এ+ পাওয়া শিক্ষার্থীরা হলেন শম্পা রানী, তানজিম আফরোজ তিয়াশা, ফারিয়া সিগমা, ফারিয়া সুলতানা এ্যানি, সুমাইয়া ইয়াসমিন বৈশাখী, ফারিয়া ইয়াসমিন জেবা, আবু আল মাথারি সাহস, সোহানুর রহমান, সাদিকুর রহমান, হাদিউজ্জামান,শামীম হোসেন, ফুয়াদ আবদুল্লাহ।

ফলাফল প্রকাশের পরপরই প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র ঘোষ দশম শ্রেণির শিক্ষার্থীদের আগামীতে পড়াশোনায় আরো মনোযোগী হওয়ার আহবান জানান। একই সাথে আশানুরূপ সাফল্যের জন্য শিক্ষক কর্মচারীদের পাশাপাশি অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share.
Exit mobile version