মাগুরা সংবাদদাতা
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মাগুরা জেলার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের জেলা কার্যালয়ের কনফারেন্স রুমে ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসানের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিএফ যশোর অঞ্চলের সম্মানিত আঞ্চলিক পরিচালক কামাল বাসার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক (সংগঠন উন্নয়ন) মো. শহীদুল্লাহ। আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যশোর অঞ্চলের উপ-ব্যবস্থাপক (এইচআর) আল-আমিনসহ সকল জেলা কর্মকর্তা সহ বিভিন্ন কমিউনিটির সদস্যবৃন্দ।
উল্লেখ এসডিএফ মাগুরা জেলার ৮টি ক্লাস্টার অফিসের ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৮ জনকে ৩য় ধাপে এবং ২০ জনকে ২য় ধাপে বাৎসরিক ২৪ হাজার টাকা প্রদানের মাধ্যমে মোট ৩ বছর মেয়াদী ৭২ হাজার টাকা প্রদান করা হবে।