বিবি প্রতিবেদক
এ বছর (২০২৪ সাল) মহাকবি মাইকেল মধুসূদন পদক পাচ্ছেন কবি সুহিতা সুলতানা। ‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থের জন্য সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগরিতে তিনি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
আজ সন্ধ্যা ৬টায় কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আয়োজিত মধু মেলার মধু মঞ্চে তাকে এ পদক তুলে দেয়া হবে বলে যশোর জেলা প্রশাসন নিশ্চিত করেছে।
মহাকবি মধুসূদন পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
মহাকবি মাইকেল মধুসূদনের জন্মদিনে প্রতিবছর সৃজনশীল সাহিত্য ও গবেষণাকর্মে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এমন গুণীজনদের সম্মানজনক এ প্রদান করা হয়।
কবি সুহিতা সুলতানার জন্ম ১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক-স্নাতকোত্তর করা এ কবি শেখ বোরহান উদ্দিন আহমেদ ও সৈয়দ রেবেকা সুলতানার দ্বিতীয় সন্তান। বর্তমানে জাতীয় গ্রন্থকেন্দ্রের কর্মকর্তা হিসেবে গ্রন্থোন্নয়ন সম্পর্কিত গবেষণাধর্মী বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডে যুক্ত তিনি। ২০০৯ সালে তার ভাই আশির দশকের কবি রেজাউদ্দিন স্টালিন মহাকবি মাইকেল মধুসূদন পদক পান।

Share.
Exit mobile version