কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
শহীদ ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে এ দেশে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ আমলা-মুৎসুদ্দি পুঁজিবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে অগ্রসর করতে হবে।
শুক্রবার প্রয়াতদ্বয়ের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কমিটির স্মরণে বিকেলে মেইন বাসস্ট্যান্ডে এক স্মরণ সভায় নেতৃবৃন্দ একথা বলেন।
কালীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন প্রয়াত ওয়াজেদ আলীর সহোদর ও জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক শওকত আলম, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা সভাপতি শাহরিয়ার আমির, জাতীয় গণফ্রন্টের ঝিনাইদহ জেলার সদস্য উদয় শংকর বিশ্বাস, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি সালাম শাহ ও কৃষক সংগ্রাম সমিতির ঝিনাইদহ জেলা সভাপতি ডা. ওলিয়ার রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন মানবেন্দ্র দাস মিন্টু।
নেতৃবৃন্দ বলেন, ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার মত ১৯৭২-৭৫ সালে প্রায় ৩০ হাজার বামপন্থী নেতা-কর্মিদের বিনাবিচারে হত্যা করা হয়েছে, তারও বিচার আজ পর্যন্ত হয়নি। গুম কমিশনকে ৭১ পরবর্তি সকল সরকারের আমলে গুমের তদন্ত বিচার করতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আজ থেকে ১৬ বছর আগে মার্কিন পরিকল্পনায় ও মার্কিন-ভারতের সমন্বিত তৎপরতায় স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসেই মার্কিন পরিকল্পনা কার্যকর করার সাথে সাথে ভারতের স্বার্থরক্ষায় একের পর এক জাতীয় স্বার্থ বিসর্জন দিয়েছে। পরবর্তীতে সাম্রাজ্যবাদী চীনের সাথে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্য সাম্রাজ্যবাদীদের দ্বন্দ্ব বৃদ্ধি পেলে ক্ষমতায় টিকে থাকার জন্য সাম্রাজ্যবাদের দালাল আওয়ামী লীগ সরকার চীন-রাশিয়ার সমর্থনে সাম্রাজ্যবাদের আরেক দালাল আঞ্চলিক শক্তি ভারতীয় মদদে বিনা ভোটের নির্বাচন করে স্বৈরতান্ত্রিক উপায়ে ক্ষমতায় টিকে থাকে। এ সময় গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম দমন করতে হত্যা, গুম ও মামলা-মোকদ্দমার মাধ্যমে এক ত্রাসের রাজত্ব কায়েম করে আওয়ামী সরকার।