বাংলার ভোর প্রতিবেদক
ওসমান হাদি হত্যার বিচার এবং ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদদের ন্যায়বিচারের দাবিতে যশোরে ‘বিপ্লবী ছাত্র-জনতা’র ব্যানারে প্রতিবাদী রোড মার্চ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোড মার্চে সচেতন তরুণ সমাজ বিচারহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করে অবিলম্বে সকল হত্যাকারীর বিচার দাবি করেন।
বুধবার প্রতিবাদ কর্মসূচি যশোর মণিহার থেকে শুরু হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভিমুখে যায়। ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও নারী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই মিছিলে অংশগ্রহণকারীরা ‘হাদি হত্যাকারীদের বিচার চাই’, ‘জুলাই হত্যাকারীদের বিচার চাই’ এবং ‘জুলাইয়ের শহীদদের ন্যায়বিচার চাই’ স্লোগানে মুখর ছিলেন।
এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ১৪শ’ শহীদের নির্মম সত্য উন্মোচন করেছে। কিন্তু ওসমান হাদি বা জুলাইয়ের হত্যাকারীদের বিচার না করেই ভোটের আয়োজন করা হয়েছে। যা ক্ষমতাসীনদের জনরক্তের বিনিময়ে বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা।
নেতৃবৃন্দ ঘোষণা করেন, ওসমান হাদির রক্ত ও জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ শিখিয়েছে যে অন্যায় মেনে নেয়া যাবে না। বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে এবং ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।
পথসভার মাধ্যমে বিভিন্ন মোড়ে মোড়ে বক্তব্য রাখেন, ব্যবসায়ী মাহামুদুল হক সোহান ও টিটো, শিক্ষিকা আসমা ইসলাম, নারী প্রতিনিধি সুমাইয়া শিকদার ইলা ও উম্মে সাদিয়া, ছাত্র প্রতিনিধি সোহানুর রহমান, মো. রাহুল, তামিম হাসান, আমির হামজা, মো. রিহাদ, নাইমুল ইসলাম, মো.সাঈফ ও হাবিব আহমেদ শান প্রমুখ।

