বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত ও ২ জন মারাত্মক আহত হয়েছেন। আজ (শুক্রবার) বিকেল সাড়ে চারটার দিকে কচুয়া উপজেলার দেপাড়া বাজারে অবস্থিত “সাদমান স্টোর” মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

কচুয়া উপজেলার দেপাড়া বাজারের মেসার্স সাদমান স্টোরের মালিক বাচ্চু শেখের মুদি দোকানে বিকেল সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানের ভিতর আটকা পরে মোমেম শেখের ছেলে সামিউজ্জামান অন্তর (১৫),  হাবিব হোসেন (১৫) মারাত্মকভাবে আহত হয় এবং অগ্নিদগ্ধ হয়ে আমিরুল ইসলাম (১৬) নামে একজন বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

স্থানীয় লোকজনের সহায়তায় ও কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ ৩ জনের ২ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি একজন বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় দোকানের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share.
Exit mobile version