শ্যামনগর সংবাদদাতা:
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন চুনকুরি খালে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসীন জানান, অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Exit mobile version