বিবি প্রতিবেদক
যশোর শহরের লালদীঘি পাড়ে চা বিক্রি করে জীবীকা নির্বাহ করেন আব্দুল বাদশাহ্ নামে বয়স্ক এক ব্যক্তি। একটি মাত্র ফ্লাক্সে গরম পানি রেখে ‘টি ব্যাগ’ দিয়ে চা বানিয়ে বিক্রি করেন তিনি। এভাবে চা বিক্রি করে দিন শেষে সামান্য কিছু টাকা আয় হয় তার। যা দিয়ে জীবন ধারণ করা কঠিন। এমন পরিস্থিতিতে বাদশাহ্কে ভ্রাম্যমাণ একটি ‘পিঠা-চা’র দোকান করে দিয়েছে যশোর নাগরিক সংঘ (যনাস)। শনিবার দোকানটি হস্তান্তর করা হয়।
যনাস সূত্র জানায়, সংগঠনের কর্মসংস্থান প্রকল্পের আওতায় আব্দুল বাদশাহ্কে ভ্রাম্যমাণ একটি চা ও পিঠার দোকান করে দেয়া হয়েছে। পিঠা তৈরির জন্য উন্নত একটি চুলা, পিঠা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও নতুন একটি ফ্লাক্সসহ চার্জার লাইট কিনে দেয়া হয় বাদশাহ্কে।
এদিন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে পিঠা ও চায়ের দোকান হস্তান্তর করেন প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্। উপস্থিত ছিলেন যনাসের সমন্বয়ক আলী আজম টিটো, সদস্য আহাদ আলী মুন্না, বাদশাহ্ ভাইয়ের ‘পিঠাচা’ প্রকল্পের সমন্বয়ক সালমান হাসান রাজিব, সংগঠনটির সদস্য সাংবাদিক রতন সরকার, ইমরান হাসান টুটুল প্রমুখ।
শিরোনাম:
- ফ্রান্স থেকে শিকড়ের সন্ধানে ফেরা তেহজিবের হৃদয়ে ‘চম্পাবতীর পালা’
- জমজমাট গদখালীর ফুলবাজার, দুই দিবসে দুই কোটি টাকার ফুল বেঁচাকেনা
- জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়- যশোরে মেঘমল্লার বসু
- বিজয়ের উষালগ্নে আজ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন
- যশোরে বাবার সামনেই উপর্যুপরি ছুরিকাঘাতে ছেলেকে হত্যা
- গণতন্ত্রর উত্তরণের পথ এখানো কুসুমাস্তীর্ণ নয় : অমিত
- মণিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ
- চৌগাছায় ইউপি সদস্য দা’র আঘাতে আহত-৩
