বাংলার ভোর প্রতিবেদক
‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ প্রতিপাদ্যে যশোরে পালিত হচ্ছে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ।

বুধবার বেলা ১২ টায় কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর সদর দপ্তরে দিবসটি উপলক্ষে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ।

এ সময় তিনি বলেন, ‘কর সংগ্রহকারী ও প্রদানকারীর দ্বন্দ্ব দীর্ঘদিনের।

ইতোমধ্যে কর সংগ্রহকারীর অনেক অভিযোগ থেকে বেরিয়ে এসেছি। দ্বন্দ্ব মেটাতে কর সংগ্রহ ও করদাতার পারস্পরিক দেখাশোনা সীমিত করেছি।

ইনকাম অফিসে না এসেই করদাতা বাসায় বসেই আয়কর জমা দিচ্ছেন।

এতে করগ্রহিতার বিরুদ্ধে বিগত সময়ে যেসব অভিযোগ উঠেছে সেটা অনেকাংশে কম হচ্ছে।’

ব্যবসায়ীদের প্রশংসা করে জি এম আবুল কালাম কায়কোবাদ বলেন, প্রতিবছর জাতীয় রাজস্ব বোর্ড রাষ্ট্রকে যে পরিমাণ রাজস্বের যোগান দেয় তার বেশিরভাগই ভ্যাট হতে আসে।

ভ্যাটের প্রবৃদ্ধি একটি দেশের উত্তরোত্তর অর্থনৈতিক সমৃদ্ধির ইঙ্গিত বহন করে।

বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের পরিবেশ বিরাজ করছে তারই আলোকে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে যাচ্ছে।

তিনি বাংলাদেশে প্রকৃত অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সম্মানিত করদাতাগণকে যথাযথ ভ্যাট প্রদানের আহ্বান জানান।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল যশোরের কমিশনার মাসুদ রানা, কাস্টমস হাউস বেনাপোলের কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেন, যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।

সেমিনারে স্বাগত বক্তব্য কাস্টমস হাউস বেনাপোলের অতিরিক্ত কমিশনার মুশফিকুর রহমান।

মূল্য সংযোজন কর সম্পর্কে জনসচেতনতা জোরদার ও সঠিকভাবে ভ্যাট পরিশোধে করদাতাদের উদ্বুদ্ধ করতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের উদ্যোগে আয়োজন করা হয় এ সেমিনার।

এতে কমিশনারেটের যশোরের কর্মকর্তা, সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন সেক্টরের অংশিজন এবং সাংবাদিকরা অংশ নেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version