খায়রুল খন্দকার টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুর কলেজ শিক্ষক (বাকশিষ) সমিতির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিষ) ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে শহীদ জিয়া মহিলা কলেজে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান সঞ্চালনায়, শমসের ফকির ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল অদুদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মির্জা মহিউদ্দিন স্যার।
বিশেষ অতিথি ছিলেন- ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শওকত আলম, শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু সা’দত বিপলু, শমসের ফকির ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার, সিহাব উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আসলাম পারভেজ, ইবরাহীম সরকারি কলেজের সাবেক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ সহ ইবরাহীম খাঁ সরকারি কলেজ, শহীদ জিয়া মহিলা কলেজ, লোকমান ফকির মহিলা কলেজ, শমসের ফকির ডিগ্রী কলেজ ও সিহাব উদ্দিন ডিগ্রী কলেজের সম্মানিত শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।