বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, ফ্যাসিবাদের দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্রের সব অর্গান অপরাধে অপবিত্র হয়ে গিয়েছিল। ফ্যাসিবাদী যুগ দুর্নীতিগ্রস্থ ছিল। অপরাধী, খুনি, অর্থ পাচার, লুটপাট, চাঁদাবাজি ও মাস্তানীর মাস্টার মাইন্ড ছিল ফ্যাসিবাদ শাসক।
মঙ্গলবার দলীয় কার্যালয়ে বাঘারপাড়া উপজেলা শাখা আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম।
অধ্যাপক গোলাম রসুল বলেন, অপরাধ প্রবণতা একশ’ ভাগ বিদায় হয়নি। এখনও ছোট খাটো কিছু অপরাধ হচ্ছে। জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয়না।
অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহতালার বিধান এবং নবীর আদর্শে একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সকল ধর্ম বর্ণের মানুষের কল্যাণ থাকবে।
সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম, মাওলানা জিল্লুর রহমান, যুব বিভাগের সভাপতি রবিউল ইসলাম, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন মাওলানা আব্দুর জব্বর।