মধুখালী সংবাদদাতা
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ৪ জন পুরুষ ও ১ জন মহিলা বিনা প্রতিদ্বন্দ্বি বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মামুন চৌধুরী তনু ২৭০ ভোট পেয়ে প্রথম, জাকির হোসেন মোল্যা ইকবাল ২৬২ ভোট পেয়ে দ্বিতীয়, সৈয়দ মিজানুর রহমান জিন্নু ২৫২ ভোট পেয়ে তৃতীয়, এবিএম মিরোজ বুলু ২৩৫ ভোট পেয়ে চতুর্থ বেসরকারিভাবে নির্বাচিত হন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি উজ্জল কুমার বকসী ভোট পেয়েছেন ১৭৩। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে কেয়া চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
উল্লেখ্য, কামারখালী বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৫৩২ জন, ভোট দিয়েছেন ৩৯০ জন। ভোট বাতিল ৬টি। ভোট গণনা শেষ হয় বিকেল ৫ টায়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. আউয়াল আকন, সহকারী প্রিজাইডিং অফিসার রাশেকুল আমিন, বিকাশ চন্দ্রশীল, পোলিং অফিসার রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, রথীন্দ্রনাথ ঠাকুর। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ^াস বাবু, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমএ মান্নান মন্নু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বশীর উদ্দীনসহ এএসআই ইসলাম সরদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ও গ্রাম পুলিশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।