বাংলার ভোর প্রতিবেদক
যশোর কারবালা জামে মসজিদের উন্নয়নকল্পে পরামর্শ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পীর নূর বোরহান শাহ ওয়াকফ এস্টেটের উদ্যোগে শুক্রবার বাদ মাগরিব মসজিদ অভ্যন্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ওয়াকফ এস্টেট ও কারবালা মসজিদের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম। পীর নূর বোরহান শাহ ওয়াকফ এস্টেট ও কারবালা মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা নাসিরুল্লাহ’র পরিচালনায় সভায় সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। এ সময় তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। এটা নির্মাণে আপনারা সকলে দায়িত্ব নিবেন। ৫তলা বিশিষ্ট এ মসজিদের ১৭ হাজার স্কয়ার ফিটের দ্বিতীয়তলা নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন। এ জন্য তিনি সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এ কারবালা কুক্ষিগত করা হয়েছিল। দানবীর এস এম আহাদ সাহেবকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। এ মসজিদ নির্মাণে শহরবাসীর সাথে কোন পরামর্শ ছাড়াই অবাস্তব পরিকল্পনা নেয়া হয়েছিল। তারপরও যে অবকাঠামো দাঁড়িয়েছে সেটি সম্পন্ন করতে হবে। আল্লাহর ঘরে সকলের আসার সুযোগ বন্ধ করা যাবে না। শহরের বিভিন্ন মত পথের মানুষের সহযোগিতা নিয়ে উন্নয়ন কাজ এগিয়ে নিতে হবে। সামনে মাহে রমজান। এ সময় মানুষ দান বেশি করে। আমি চাই আপনারা এবার দানের হাত বাড়িয়ে দেন। আত্মীয় স্বজন ও বন্ধুদের উদ্বুদ্ধ করুন যাতে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ছোট ছোট দানে একটি বড় কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ।
সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আমরা যতই অর্থ বিত্ত অর্জন করি তা আমাদের সাথে যাবে না। সম্পদ অর্জনের পাশাপাশি ভালো কাজের নিয়ত থাকতে হবে। যাতে আল্লাহর ঘোষণা অনুযায়ী পরকালে এর বদলা পেতে পারি। পাশাপাশি আপনারা জেলা প্রশাসককে যত ভালো কাজ ব্যবহার করতে চান আমি তা করতে চাই। আমরা এ ছোট কাজটি সকলে মিলে করতে পারবো। আপনাদের সামর্থ্য অনুযায়ী ছহি নিয়তে দান করুন। রমজান আসন্ন। হয়ত অনেকে রমজান মাসে বেশি বেশি দান করবেন। আপনার ও স্বজনদের পক্ষে মসজিদ উন্নয়নে দান করবেন সেই প্রত্যাশা। তিনি বলেন, জেলা প্রশানের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে দেওয়ার সুযোগ আছে। আমি সেই অর্থ প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস দিচ্ছি।
সভায় প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, বিশিষ্ট ব্যবসায়ী সাকির আলী, ডা. তানভীর আহমেদ তমাল, ডা. এস এম রবিউল আলম মাওলানা রুহুল আমিন, মুফতি আমানুল্লাহ কাসিমী বক্তব্য রাখেন। সভায় ওয়াকফ এস্টেট ও কারবালা মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি ও কারবালা মসজিদের খতিব আনোয়ারুল করিম যশোর দোয়া পরিচালনা করেন।