কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
যত দিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীতি তোমার শেখ মুজিবুর রহমান। যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আয়োজনে এ দিবস পালিত হয়।
মাদ্রাসার হল রুমে অধ্যক্ষ মো আব্দুল কাদীর হেলালীর উপস্থিতিতে সহকারী অধ্যাপক মো নুরুল আমিনের সঞ্চালনায় বিভিন্ন কর্মসূচি অনুষ্টিত হয়।
দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার আরবি প্রভাষক ফরিদ উদ্দিন আল মাসুদ, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারি শিক্ষক আসাদুল্লাহ, সহকারী শিক্ষক জিএম শফিকুল ইসলাম, রেখা খাতুন, সালমা পারভীন, শিরিনা পারভীন, আব্দুস সালাম, আরিফ বিল্লাহ আল কাদেরী, আব্দুল মাজিদ, আবু বক্কর সিদ্দিক, নুর ইসলামসহ মাদ্রাসার সকল স্তরের ছাত্র-ছাত্রী প্রমুখ।