সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার কালিগঞ্জে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের এসএম নাসির উদ্দিন

পরিত্রাণ পেতে কালিগঞ্জ থানা, সেনাবাহিনী ক্যাম্প ইনচার্জ, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের শোকর আলীসহ এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি করে ছাত্র জনতা হত্যা ও আহত ঘটনার এজাহার নামীয় আসামি শোকর আলীসহ অজ্ঞাতনামা বিবাদীরা গত ৫ আগস্ট রাত ৯ টার দিকে এস এম নাসির উদ্দিনের বসতবাড়ীর পাশে তাকে ও তার পরিবারের সদস্যদের খুন-জখম করবে ও বাড়ীঘর ভাংচুর, লুটপাট করার হুমকি দেয়। এর পরে তিনি জানতে পারেন সন্ত্রাসীরা তার নাজিমগঞ্জ পত্রিকা অফিসু ভাঙচুর করতে যায়।

এছাড়াও জনৈক ছোট বাবু, নাজমুল, ইউনুস, আলমগীর, করিম, রোকন, বক্কার, সিরাজুল, ফরিদ সহ বিবাদীরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ভুক্তভোগীর পরিবারকে হত্যাসহ বিভিন্নভাবে হয়রানি করবে বলে হুমকি দিয়ে আসছে। এমনকি, গত ৪ সেপ্টেম্বরও সিরাজুলের নাম করে কয়েকজন মোটরসাইকেল আরেহী তার বাড়িতে যেয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। এমতাবস্তায় ভুক্তভোগী এস এম নাসির উদ্দিন ও তার পরিবার সাতক্ষীরা পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Share.
Exit mobile version