কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জে সহস্রাধিক জনতার অংশগ্রহণে তথ্য সন্ত্রাসী ভূমিদস্যু তুহিন, চাঁদাবাজ আরাফাত আলী, মামুন ও পারভেজ গংদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় কালিগঞ্জ থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ১২ টি ইউনিয়নজুড়ে গত সরকারের সময়কালে হলুদ সাংবাদিকের অত্যাচার-চাঁদাবাজি, বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে মামলা-হুমকি-ধামকি এমনকি নিজেরা থেকে পুলিশে ধরিয়ে দেয়ার ঘটনায় তটস্থ ছিল স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে আমা-কাঠ-চিংড়ি-বালু ব্যবসায়ীসহ সকলে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীরা। স্থানীয় পারুলগাছার তথাকথিত সাংবাদিক তুহিনের নেতৃত্বে তার সহযোগী চাঁদাবাজ মৌতলার আরাফাত আলী, দুদলীর জিএম মামুন ও পানিয়া গ্রামের পারভেজ সকল অপকর্ম করে বেড়িয়েছে। তাদেরই নেতৃত্বে কুশুলিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী শরিফুল ইসলামকে পুলিশ ধরিয়ে দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে রফা করেন। সম্প্রতি ওই হলুদ সাংবাদিক আরাফাত আলীর কাছে টাকা ফেরত চাওয়ায় আবারো কাজী শরিফুলকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে চলেছে।
বক্তারা মানববন্ধন থেকে ওইসকল চাঁদাবাজ ও মুখোশধারী হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য কমাতে তাদেরকে গ্রেপ্তার পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করা হয়। একইসাথে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার আল্টিমেটাম ঘোষণা দেয়া হয়। পরে বিক্ষোভ মিছিল সহকারে কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।