কালিগঞ্জ সংবাদদাতা
গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে খুলনার উদ্যোগে এবং কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ও উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে পৃথকভাবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে বিতর্কের বিষয়ে ছিল ‘সামাজিক আন্দোলনে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়’ বিতর্ক প্রতিযোগিতার ফলাফল ঘোষণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস দীপু।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উন্নয়ন সংস্থা সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক, (অব.) সাহিত্যিক গাজী আজিজুর রহমান ও একই কলেজের অধ্যাপক (অব.) শ্যামাপদ দাশ, সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ সরকারি কলেজের অধ্যাপক (অব.) হারুন উর রশিদ, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলাদেবী মল্লিক, রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক দেবব্রত মিস্ত্রি ও শিক্ষিকা সোমা বিশ্বাস। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিম ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।
অনুষ্ঠানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সৈয়দ মাহমুদুর রহমান, কণিকা সরকার, মাওলানা আশরাফুল ইসলাম, কৃষ্ণা কর্মকার প্রমুখ। অতিথি হিসেবে অংশগ্রহণ করেণ কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ, কারবালা হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক জিএম আবু হাসান আব্দুল্লাহ প্রমুখ। ১২ জুন বুধবার সকাল ৯টায উপজেলায় বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা শেষে মতবিনিময় সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এ বিতর্কে কালিগঞ্জ উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের চৌকস শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণ করে।