কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জে দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। শনিবার সকালে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ সামগ্রি প্রদান করা হয়।
বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, জনপ্রতি ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা লিটার তেল, ১ কেজি সেমাই, আধা কেজি লাচ্ছা ও ১ কেজি চিনি প্যাকেজ আকারে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিন্দুর প্রোগ্রাম অফিসার (মিডিয়া এন্ড কমিউনিকেশন) শেখ শাওন আহমেদ সোহাগ, প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ শাইমা, প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শাহিনুর ইসলাম, হিসাব রক্ষক অফিসার অমিও কুমার মন্ডল, সহকারী প্রোগ্রাম অফিসার রুবিয়া খাতুন প্রমুখ।