কালিগঞ্জ সংবাদদাতা
কালিগঞ্জের মথুরেশপুরের সমাজসেবক শেখ আব্দুর রব নিজস্ব অর্থায়নে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার উদ্বোধন করেছেন।

রোববার বিকেল সাড়ে ৫টায় মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর উজ্জীবনী ইনস্টিটিউট এলাকায় মথুরেশপুর ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য এসএম আবু তাহের তোহারের সভাপতিত্বে ও গুমানতলী কামিল মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক শেখ আব্দুর রব।

তিনি বলেন, প্রত্যন্ত এলাকা নিজদেবপুর গ্রাম, এখানে মানুষের বিশুদ্ধ খাবার পানির কষ্ট দীর্ঘদিনের। চলাচলের পথ বিঘ্ন লেগেই আছে। তাই এলাকার মানুষের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার স্থাপন করে দিয়েছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য এসএম আবু হাসান, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মহিউদ্দীন আহমেদ, উজ্জীবনী ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুন্নবী, ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, গৌবিন্দকাটী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হাসান, সাবেক ছাত্র নেতা সৈয়দ হাসনাত আলী প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version