কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

কালিগঞ্জে তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন শত শত মুসুল্লি। চলমান তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর রহমতের বৃষ্টি কামনায় বৃহস্পতিবার শহীদ সামাদ স্মৃতি ময়দানে জোহরের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইসতেসকার নামাজ অনুষ্ঠিত হয়।

এ নামাজে শত শত মুসুল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নলতা হাটখোলা মসজিদের খতিব মাওলানা আনোয়ারুল ইসলাম। নামাজ শেষে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে দোয়া মোনাজাত করা হয়।

Share.
Exit mobile version