কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ৪০ টি পরিবারকে এ উপহার প্রদান করা হয়।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান।
সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহম্মেদের সঞ্চালনায় ও কার্যনির্বাহী সদস্য আরাফাত আলীর তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি ও রংধনু কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক এসএএম আশিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ।
এ সময় ব্যবসায়ী শেখ আব্দুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, সদস্য আফজাল হোসেন, ফজলুল হক, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম, শের আলী, মোখলেসুর রহমান মুকুল, আব্দুস সালামসহ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।