সাকিবুর রহমান ডলার, কালীগঞ্জ প্রতিনিধি
ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (উষা)’র আয়োজনে কালীগঞ্জে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ভূষন শিশু একাডেমিতে এ প্রতিযোগিতায় প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
এতে দুই গ্রুপের ৩ টা সেকশনে ১ম, ২য় ও ৩য় নির্ধারণ করে ১৮ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক জানান, প্রতি বছরের ন্যায় তারা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক বিভিন্ন অনুষ্টানের আয়োজন করে থাকেন। এরই ধারবাহিকতায় এবারো চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক অমলেন্দু লাল সাধন, উপদেষ্টা সদস্য মোস্তফা মোরশেদ তোতা, টিংকু গাঙ্গুলী, মুছা করিম ও সদস্য সাখাওয়াৎ হোসেন, ফাহিম হাসনাত, শাহরিয়ার লিমন, তানজিল হোসেন প্রমুখ।

Share.
Exit mobile version