কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার দুপুর ১ টার দিকে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, এদিন দুপুর ১ টার দিকে তিনি বগেরগাছি বাজারে আসেন। এসময় তিনি ইউনিয়ন পরিষদের কয়েকটি কাগজে স্বাক্ষর করতে আসে। পরে স্থানীয় কয়েকজন এসে তাকে ধরে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু একটি হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version