কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে গভীর রাতে ৪ কৃষকের ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কমলাপুর গ্রামের বাবর আলী বিশ^াসের ২টি বড় গাভী ও একটি বাছুর। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। একই বাড়ির মুজিবুর রহমানের ৩টি গরু, সোবহান মাস্টারের ১ দেশি গাভী, মোহাম্মদ মন্নুর ১টি বড় ফ্রিজিয়ান জাতের গাভী ও মিলন মিয়ার ১টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। ক্ষতিগ্রস্থরা সবাই কৃষি কাজের পাশাপাশি গরু পালন করেন তারা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুশ্চিন্তায় পড়েছেন অন্যরা।
ক্ষতিগ্রস্থ বাবর আলী বিশ্বাস জানান, শনিবার রাতে গরুর খাবার দিয়ে তিনি নিজে ঘুমাতে যান। ভোরে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালে থাকা তিনটি গরুর একটিও নেই। এই গরুগুলো তাদের সম্বল ছিল। এই ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব না।
আরেক ক্ষতিগ্রস্থ কৃষক মুজিবুর রহমান বলেন, ছোট-বড় মিলিয়ে তার ৩টি গরু চুরি হয়েছে। এতে তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অনেক কষ্ট করে গরুগুলো লালন-পালন করেছিলেন। কিন্তু রাতে চোরেরা সর্বস্বান্ত করে দিয়ে গেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, গরু চুরির ঘটনা শুনে তিনি নিজে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাড়িতে গিয়ে কথা বলেছেন। দ্রুতই চোরচক্রের সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।