কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, দুপুর ১২ টার দিকে চাচড়া রেলগেট থেকে একটু দুরে মাঠের মধ্যে রেললাইনের পাশে এক বৃদ্ধ বসে ছিল।

সে রকেট ট্রেনে কাটা পড়েছে। ট্রেনটি যাওয়ার সময় অনেকক্ষণ হর্ণ বাজিয়েছে। এ সময় বৃদ্ধের মাথা কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। রেললাইনের পাশে লোকটির জুতা ও পলিথিনে মোড়ানো পান পড়ে ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেললাইন থেকে মরদেহ সরিয়ে পাশে রেখে দেয়।

মোবরকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার তৌহিদুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট ট্রেনটি মোবরকগঞ্জ স্টেশন থেকে দুপুর ১২ টার দিকে ছেড়ে যায়। ওই ট্রেনেই কাটা পড়েছেন বৃদ্ধ লোকটি। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। যশোর থেকে এসে তারা মরদেহটি উদ্ধার করবে।

Share.
Exit mobile version