কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৬ জন মৃত চালক ও হেলপার সদস্যের পরিবারকে নগদ ৬ লাখ ১৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। গতকাল দুপুর ১২ টায় সংগঠনটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই সদস্যদের হাতে অনুদানের টাকা তুলে দেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
মৃত চালক সদস্য আব্দুর রহমান, আনিছুর রহমান ও সুলতান আহম্মেদের পরিবারকে ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং মৃত হেলাপর সদস্য ওহিদুল ইসলাম ওহিদ, আব্দুল মাজেদ ও শফিউদ্দিনের পরিবারকে ৭৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রজব আলী মন্টু, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, প্রচার সম্পাদক নাসিম উল্লাহ, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ও কাউন্সিলর মোক্তার হোসেনসহ সাধারণ সদস্যগণ।
শিরোনাম:
- বৈষম্য বিরোধী আন্দোলনের যশোরের সদস্য সচিব জেসিনার পদ স্থগিত
- ‘কৃষকের ভাগ্য উন্নয়ন হয়নি, আ.লীগ নেতারা মোটাতাজা হয়েছে ’
- ফল আমদানি বন্ধের প্রভাব যশোরের খোলা বাজারে
- মাগুরায় বিপুল পরিমাণ নকল কীটনাশক উদ্ধার
- চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরা আগমন উপলক্ষে মতবিনিময়
- মণিরামপুরে স্কুলের শহিদ মিনার ভেঙে ওয়াশব্লক নির্মাণ !
- কেশবপুরে সাংবাদিক আব্দুস সামাদের ইন্তেকাল
- ডুমুরিয়ায় স্মার্ট কৃষি মেলা উদ্বোধন