নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার মেইন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সাধারণ শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করে। এরপর সেখানে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া করেন উপস্থিত শিক্ষার্থীরা। এর আগে বেলা ১১ টার দিকে শহরের মহিলা কলেজ গেট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। বিক্ষোভ মিছিলে থানার ওসি আবু আজিফসহ বেশ কিছু পুলিশ সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে।
সাধারণ শিক্ষার্থীরা জানায়, সারাদেশে কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে। নির্বিচারে তাদের ভাইদের গুলি করে মারা হচ্ছে। তারা দ্রুত চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কার ও পুনর্বহালের রায় বাতিল চান। শহরে মিছিলের জন্য রায়গ্রাম থেকে কালীগঞ্জ আসার পথে ছাত্রলীগের কয়েকজন শিশু একাডেমীর মাঠে সাধারণ শিক্ষার্থীদের আটকে মারধর করার অভিযোগ করে তারা।
এদিকে কালীগঞ্জ শহর থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। কিছু আঞ্চলিক যানবাহন ও পণ্য বোঝাই ট্রাক চলাচল করছে। ঢাকাগামী বাসের কাউন্টারগুলো বন্ধ থাকতে দেখা গেছে।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাপ্ত করে ফিরে গেছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
##
শিরোনাম:
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা
- অভয়নগরে যুবকের মরদেহ উদ্ধার
- যশোরে বলাৎকারে অভিযুক্ত রনি আটক