বাগআঁচড়া সংবাদদাতা
যশোরের বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ৬৬৯ খুলনা) উদ্যোগে ৬ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে ৩৫ হাজার টাকা করে মোট ২ লাখ ১০ হাজার টাকা মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের নিজে ভুক্তভোগী পরিবারের সদস্যদের মাঝে ক্ষতিপূরণের টাকা তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির ও মোনায়েম হোসেন।
আরও উপস্থিত ছিলেন, মটর শ্রমিক ইউনিয়নটির সভাপতি আজিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লিটু সরদার, দপ্তর সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন, সড়ক সম্পাদক আশারাফ হোসেন ছন্টু, আবুল কালাম সবুজ, আনিসুর রহমান কিনা, তবিবার ড্রাইভার, রনি, বাহার, জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠান শেষে মটর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, আগামীতেও প্রতিটি মৃত শ্রমিকের পরিবারের মাঝে মরণোত্তর ভাতা প্রদান অব্যাহত থাকবে।

