বাংলার ভোর প্রতিবেদক
মাঠ পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও উচ্চমূল্যের ফসলের আবাদ বৃদ্ধি বিষয়ে অবদানের জন্যে আটজন কৃষি কর্মকর্তাকে সম্মাননা দেয়া হয়েছে। শনিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালকের কার্যালয় খামারবাড়ি মিলনায়তনে তাদেরকে এ সম্মাননা দেয়া হয়।
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প ও যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় অবহিতরণ ও প্রকল্প প্রনয়ন কর্মশালা অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন টেকসই প্রকল্পের পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, স্বাগত বক্তব্য রাখেন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলার উপপরিচালক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তা ছয়জন, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপপরিচালক একজন করে মোট দুইজন।
তারা হলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, উপ সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন, অচিন্ত্য কুমার ভৌমিক, মতিয়ার রহমান ও নিকুঞ্জ কুমার মন্ডল, আব্দুল করিম ও আব্দুল্লাহ আল মামুন।