বাংলার ভোর প্রতিবেদক
৩৫ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত এবং সরকার অনুমোদিত ‘স্নেহময় রিসোর্ট অ্যাণ্ড এগ্রো ফার্মস লিমিটেড’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় যশোর শহরের পিটিআই মসজিদের সামনে প্রকল্প কার্যালয়ে কৃষিনির্ভর অর্থনীতি ও আধুনিক অবকাশ যাপনের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রকল্পটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোরের সাথী যশোরের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলার ভোর পত্রিকার সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন, প্রকল্পের কর্মকর্তা শাহাজাদ হোসেন, এস আব্দুর রব, সোহেল হোসেন প্রমুখ।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্নেহময় রিসোর্ট অ্যাণ্ড এগ্রো ফার্মস’ প্রকল্প কেবল কৃষি উৎপাদন নয়, বরং এটি গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি এবং প্রকৃতির মাঝে আধুনিক বিনোদনের সুযোগ সৃষ্টিতে এক অনুকরণীয় মডেল হবে।

১ লাখ টাকা বিনিয়োগের মাধ্যমে সাধারণ মানুষ এই প্রকল্পের ১ শতাংশ জমির সাফ কবলা মালিকানা এবং লাভজনক খামার ও ১০ কক্ষবিশিষ্ট রিসোর্টের যৌথ অংশিদারিত্ব লাভ করতে পারবেন। আধুনিক পদ্ধতিতে ধান, পেঁপে, কলা, সবজি চাষ এবং গরু, ছাগল, হাঁস-মুরগি ও মাছ চাষ। প্রকৃতির মাঝে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন রিসোর্ট যা শেয়ার মালিকদের জন্য বিশেষ সার্ভিস চার্জে উন্মুক্ত থাকবে।

বক্তারা আরও জানান, এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে কেবল জমির মূল্য বৃদ্ধি নয়, বরং বিনিয়োগকারীরা নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব একটি গ্রামীণ জীবনযাত্রার সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নদলী ইউনিয়নের হালদহের ইছামতি পদ্ম বিল এলাকায় ৩৫ বিঘা জমির উপর সমন্বিত এই খামারটি গড়ে উঠছে। যার প্রাথমিক শেয়ার সংখ্যা মাত্র চারশত।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version