বাংলার ভোর প্রতিবেদক
সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর শহরস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে নার্সিং সংস্কার পরিষদ, যশোর জেলা শাখার সমন্বয়ক সালমা খাতুনের সভাপতিত্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।উক্ত মানববন্ধন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স তহমিনা খাতুন ,আর্জিনা খাতুন,প্রমূখ।
উল্লেখ্য, যশোর জেলা নার্সিং সংস্কার পরিষদের আহ্বায়ক সালমা খানম জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক তারা লাল ব্যাজ ধারণ করেছেন। এছাড়াও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আগামী১ অক্টোবর থেকে সকাল ন’টা থেকে বারোটা পর্যন্ত এবং দুই অক্টোবর থেকে-সকাল ন’টা থেকে দুপুর ২টা টা পর্যন্ত আংশিক কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।