কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে বাংলাদেশ শিশু একাডেমির প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ কেন্দ্রের শিশু এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের মন জুড়ানি শিশু পার্কে উপজেলা শিশু একাডেমির উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম ও আনিসুর রহমান। আলোচনার পরে উপজেলা শিশু একাডেমির প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার প্রদান এবং আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।