কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে আজ (মঙ্গলবার) সকাল ১০ টায় সংস্থার প্রধান কার্যালয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব মেধবী অসহায় শিশুদের পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়।
সংস্থার পরিচালক হারুনার রশীদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার সহ-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি সাংবাদিক মো. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা এনজিও সমন্বয়কারী সমাধান এনজিও সিনিয়র ম্যানেজার মুনছুর আলী।
মাইকেল সুসাল অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ইউছুফ আলী, দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন মুকুল, সহ- প্রচার সম্পাদক রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক প্রদীপ কুমার মোদক, আবু সালেহ মাসউদ হাসান,
কেশবপুর সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহনাজ পারভিন, প্রণব কুমার দাস, সাংবাদিক আব্দুল করিম,স সাংবাদিক আব্দুর রহমান রকি, শরীফা খাতুন, আছিয়া খাতুন তারা প্রমুখ।
আলোচনা শেষে শিশুদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়।