মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
কেশবপুরে চারুপীঠ একাডেমির দ্বি-বার্ষিক পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে।
গতকাল সকালে পৌর শহরের চারুপীঠ কার্যালয়ে ৩১ সদস্য বিশিষ্ট ওই পরিচালনা পরিষদ গঠন করা হয়।
কমিটিতে সহকারী অধ্যাপক ও লেখক তাপস মজুমদারকে সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক উৎপল দেকে সাধারণ সম্পাদক করা হয়। কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক রেজাউল ইসলাম, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত, আল আমিন মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক সাহা বৈদ্যনাথ, ভাল্লুকঘর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ কুসুম পাল, মাগুরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর প্রসাদ দাশ ও শ্রাবন্তী রায়, মৌসুমি সরকার, জুলফিকার আলী, চিত্রশিল্পী মলয় বিশ্বাস, সাগর চ্যাটার্জি, শ্রাবণী সাহা প্রমুখ।
২০১৩ সালে পথচলা শুরু করে সংগঠনটি বর্তমানে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য, সুন্দর হাতের লেখা ও তবলা বিষয়ে চার শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিচ্ছে।
শিরোনাম:
- জমির শ্রেণি জটিলতায় মিলছে না বাড়ির প্লান অনুমোদন, ভোগান্তির শিকার ক্রেতারা
- বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : তৃপ্তি
- বেনাপোল-পেট্রাপোলে সন্ধ্যা ৬ টার পর আমদানি-রপ্তানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা
- যশোরে রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
- তালায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
- ‘বিএনপির নামে যারা অপর্কম করছে, তারা প্রকৃতপক্ষে অন্য দলের লোক’
- প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বিচার বিভাগের আলাদা সচিবালয় : রেজিস্ট্রার জেনারেল
- যশোরে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন হিসাব সহকারী দুর্নীতির বরপুত্র মহাসিন আলী

