কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির ৪১ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়েছে।
শনিবার দুপুরে শহরের চারুপীঠ একাডেমির কার্যালয়ে চিত্রাংকন, নৃত্য ও হাতের লেখা বিভাগের ৪১ জন কৃতি শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কাকলি দাশ। স্বাগত বক্তব্য দেন চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জি, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কৌশিক ব্যানার্জি, মেরিন ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় বসু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চারুপীঠ একাডেমির সহসভাপতি মানব মন্ডল ও অনুষ্ঠান সম্পাদক শ্রাবণী সাহা।
অতিথিরা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের এ অনুষ্ঠানে ৪১ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা খুশি প্রকাশ করে।

