কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালের রস খেয়ে অসুস্থ হয়ে ৬ জন ভর্তি হয়েছেন। তাদের সকলের বাড়ি পাশের মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামে।
হাসপাতালে ভর্তি হওয়া রোগিরা হলেন- মনোহরপুর গ্রামের জালাল সরদারের মেয়ে এসএসসি পরীক্ষার্থী জেসমিন নাহার (১৬), বাবুল বিশ্বাসের স্ত্রী নূরুন নাহার (৩৮) ও ছেলে বদিরুজ্জামান মুন্না (১৮), ইব্রাহিম আলমের মেয়ে তাহাসিনা জান্নাত তোয়া (৪), মারুফ হোসেনের ছেলে জান্নাতুল ফেরদৌস (৬) এবং মাসুদ সরদারের ছেলে মাহফুজ হোসেন (৪)।
সরেজমিন রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অসুস্থ ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহ¯পতিবার সন্ধ্যায় মণিরামপুরের মনোহরপুর বাজার থেকে তালের রস কিনে পান করেন তারা। পরেরদিন শুক্রবার সকাল থেকে তাদের পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা ও জ্বর আসে।
স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় শনিবার তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের ভেতর এসএসসি পরীক্ষার্থী জেসমিন নাহার ও মাহফুজ হোসেন সুস্থ হয়ে বাড়ি গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন নূরুন নাহার বলেন, বাজার থেকে ছেলে তালের রস খাওয়ার পর বাড়িতে বোতলে করে নিয়ে এসেছিল।
ওই তালের রস খেয়ে বমি, পাতলা পায়খানাসহ জ্বর শুরু হয়। অবস্থা খারাপের দিকে গেলে শনিবার হাসপাতালে এসে ভর্তি হই। এখন কিছুটা ভালোর দিকে গেছে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, ওই রোগীরা এখন আশঙ্কামুক্ত। এদের ভেতর দুই জন সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে।