কেশবপুর পৌর প্রতিনিধি
যশোরের কেশবপুরে বৃহ¯পতিবার সকালে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত এজিএম রাম কুমার ঘোষ, কেশবপুর জোনাল অফিসের ডিজিএম শাহীন আহসান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি এনামুল হাসান, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। সভায় গ্রাহকেরা বিদ্যুৎ বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।