কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশেবপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেশেবপুর সরকারি ডিগ্রি কলেেজ অবস্থান নেন। সেখানে পুলিশি বাধা উপক্ষো করে শিক্ষার্থীরা বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহররে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে শিক্ষার্থীরা অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যশোর-চুকনগর সড়কে যানজটের সৃষ্টি হয়। তবে ওই সময় রোগী বহনকারী একটি অ্যাম্বুল্যান্স এলে শিক্ষার্থীরা অ্যাম্বুল্যান্সকে দ্রুত যেতে সহায়তা করেন। শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেেশ বলেন, ‘আমরা কোটার বিরুদ্ধে নই, সংস্কার চাই। যত দিন কোটা সংস্কার না হবে, তত দি এই আন্দোলন চলবে।
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী কোটা আন্দোলনে অংশ নেন। আন্দোলনে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের অংশগ্রহণও ছিল লক্ষ্যণীয়। শিক্ষার্থীদের এ আন্দোলন শান্তিপূর্ণভাবে দুপুর র্পযন্ত অনুষ্ঠিত হয়।
##
শিরোনাম:
- ইসকন নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ
- দেশে শয়তানের প্রয়োজন নেই জামাতই যথেষ্ট : মতিয়ার ফরাজী
- যশোরে ইজিবাইক ধোয়া নিয়ে দ্বন্দ্বেই খুন হন জাহিদুল
- রোববার যশোরে দুদকের গণশুনানি
- তারেক রহমানের উৎসাহে তৃণমূল খেলোয়াড়দের নিয়ে জিয়া ফুটবল টুর্নামেন্ট
- এপেক্স ক্লাব অব নড়াইলের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
- সবজিতেই স্বস্তি ক্রেতার
- ভাগ্য এক দুর্ভাগ্য
