কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে পৌর সুপার মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের বৈকালিক কাঁচা বাজার হাটায় এই বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কেশবপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, সেক্রেটারি সিরাজুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম নুর মুহম্মদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা খলিলুর রহমান। আই.ইউ.জি.আই.পি প্রকল্পের আওতায় মার্কেট নির্মাণ কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে আই.ইউ.জি.আই.পি প্রকল্পের সহকারী প্রকৌশলী গোলাম মোরশেদ বলেন, ৮ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে কেশবপুর পৌর সুপার মার্কেট নির্মাণ কাজ শুরু হলো। আগামী ২০২৬ সালের শেষের দিকে মার্কেট নির্মাণের কাজ শেষ হবে।