কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে শত্রুতা জেরে ক্ষেতের এক হাজার বাঁধা কপি কেটে নষ্ট করে দিয়েছে দুবৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রামে বৃদ্ধ কৃষক মধুসূদন মন্ডল (৬৫) তার ১২ শতক জমিতে বাণিজ্যিকভাবে বাঁধা কপির চাষ করেন। বৃহস্পতিবার রাতে দুবৃত্তরা শত্রুতা করে প্রায় এক হাজার বাঁধা কপি কেটে নষ্ট করে দেয়। স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, ওই কৃষক একজন সরল সোজা মানুষ তার সাথে এলাকায় কারোর শত্রুতা নেই। সদর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা এ প্রতিনিধিকে বলেন, কে বা কারা শত্রুতা করে বৃদ্ধ কৃষকের ক্ষেতের কপি কেটে নষ্ট করে দিয়েছে। প্রতিবছর ওই মাঠে কারোর না কারোর ক্ষেতের ফসল এই ভাবে নষ্ট করে হয়। অনেক চেষ্টা করেও এই চক্রকে ধরা যাচ্ছে না।
এ ব্যাপারে কেশবপুর থানায় ডিউটি অফিসার এস আই আবুল হোসেন বলেন, বাঁধা কপির ক্ষেত কেটে নষ্ট করে দেয়ায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে যা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- যশোরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- মণিরামপুরের গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা স্বামী-শ্বশুরের নামে চার্জশিট
- চোখে ‘শর্ষে ফুল’ দেখা সাজেদার এখন ফুলেল জীবন
- মৌমাছি স্কুলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা
- সংগ্রামী রূপা খাতুনের সাবলম্বী হওয়ার গল্প
- চৌগাছায় পুলিশের গুলিতে পা হারানো শিবির নেতাদের বাড়িতে তদন্ত দল
- নাভারণ সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান