কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহকারী অধ্যাপক মশিউর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম শাহিন আহসান, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায়, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ স¤পাদক উজ্জ্বল ব্যানার্জী, সাংগঠনিক স¤পাদক উৎপল দে, মধুসূদন সঙ্গীতালয়ের পরিচালক অলোক বসু বাপী প্রমুখ।
সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আগামী ১৪ এপ্রিল শোভাযাত্রা ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কেশবপুর পাবলিক ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।