মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
কেশবপুরে খুকশিয়ার বিলে পরিদর্শন করলেন যশোর-৬ (কেশবপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আজিজুল ইসলাম ২ ফেব্রুয়ারি বিকেলে বিল খুকশিয়ায় স্লুইস গেট এলাকার পানি নিস্কাশনের ব্যবস্থার অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন।
গতকাল শুক্রবার সকালে তিনি উপজেলাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুক্রবার বিকেলে তিনি শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে তিনি বিল খুকশিয়ায় স্লুইস গেট এলাকার পানি নিস্কাশন ব্যবস্থার অগ্রগতি পরিদর্শন ছাড়াও সুফলাকাটি ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময়ে তিনি পানি উন্নায়ন বোর্ডের সাথে আলোচনা সাপেক্ষে বিলের পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করে বোরোধান আবাদ নিশ্চিত করবেন বলে আশ্বাস দেনন।

Share.
Exit mobile version