কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে রুবিয়া বেগম (৪৬) নামে এক গৃহবধূ বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনাটি ঘটে। সে পৌরসভার ৩নং ওয়ার্ডের বায়সা গ্রামের মুনসুর রহমানের স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রুবিয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। ১২ ফেব্রুয়ারি দুপুরে স্বামীর সাথে ঝগড়াঝাটি ও মনোমালিন্যের জের ধরে স্বামীর উপর অভিমান করে সকলের অগোচরে বসতবাড়িতে ওই গৃহবধূ বিষপান করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Exit mobile version