কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুই্যরেন্সের সাংগঠনিক অফিসে কিস্তি হিসেবে ৩ লাখ ৫০ হাজার টাকার বীমা করে উপহার পেয়েছেন দুই গৃহবধূ।
গতকাল সকালে
নূরুজাহান মার্কেটের ২তলায় ট্রাস্ট ইসলামী লাইফে সাংগঠনিক অফিসে এসে উপজেলার বরণডালী গ্রামের শাহানারা বেগম মাসিক কিস্তিতে ৩ লাখ টাকার বাৎসরিক বীমা করেন ও শিরিনা বেগম ৫০ হাজার টাকার বীমা করেন।
এ সময় অফিসের (এসইভিপি ও ইনচার্জ) শেখ নুরুজ্জামান শাহানারা বেগমকে প্রেশার কুকার ও শিরিনা বেগমকে রাইস কুকার উপহার হিসেবে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্সের সাংগঠনিক অফিসের সদস্য ও গ্রাহকবৃন্দ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version