কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুকের টাকা চুরির অবিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিক্ষুক পরিবারের পক্ষ থেকে উপজেলার রাজনগর বাকাবর্ষি গ্রামের সাহাজাহান দফাদার বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
প্রতিবন্ধী ভিক্ষুক ইসলাম উদ্দীনের টাকা চুরির ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে সেলিম মোল্লা নামে এক ইউপি সদস্য চোরের পক্ষে অবস্থান নিয়ে উল্টো ভিক্ষুক পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে চলেছে। তার হুমকিতে নিরাপত্তা হীনতায় ভিক্ষুক পরিবার।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার বেতিখেলা গ্রামের হতদরিদ্র ইসলাম উদ্দিন উরফে ঘেনু (৫০) জন্ম থেকে প্রতিবন্ধী হয়েও অসুস্থ বৃদ্ধ পিতা-মাতার চিকিৎসা ও ৩ সদস্যের সংসার চালাতে ভিক্ষার পেশায় নামতে বাধ্য হন। প্রতিদিন কেশবপুর শহরের ফুটপাতে বসে ভিক্ষার টাকা দিয়ে অসুস্থ বাবা-মায়ের ওষুধ ও সংসার খরচ করে যা অবশিষ্ট থাকে সে সেটি মায়ের কাছে জমা রাখেন। ভিক্ষা করা ও প্রতিবন্ধীর কার্ডের পাওয়া জমানো প্রায় ৫০ হাজার টাকা গত ১৬ জানুয়ারি প্রতিবেশী আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে জাকারিয়া (১৬) চুরিকালে প্রতিবন্ধী ইসলাম প্রতিবাদ করতে গেলে তাকে মেরে ফেলার ভয় ও ঘটনা বাড়ির আর কাউকে না বলার হুমকি প্রদান করে চলে যায়। চুরির ঘটনাটি জানার পর ভিক্ষুকের মা প্রথমে চোরের পিতা রাজ্জাকের কাছে গিয়ে চুরি করে নেয়া টাকা ফেরত চায়। টাকা না পেয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম পাটোয়ারীর শরণাপন্ন হন। ঘটনা দুই দিন পর বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে চুরির ঘটনা প্রমাণিত হয়। একপর্যায়ে ঘটনার জন্য রাজ্জাক ছেলের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ২৫ হাজার টাকা দিতে স্বীকার করে। পরবর্তীতে রাজ্জাক নির্ধারিত সময়ে টাকা না দিয়ে উল্টো হুমকি দিতে থাকে ওই পরিবারকে। এদিকে চোরের পক্ষে অবস্থান নিয়ে সুফলাকাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আড়ুয়া গ্রামের মেম্বার সেলিম মোল্লা ও তার লোকজন নিয়ে ভিক্ষুক পরিবারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। এ ব্যাপারে ইউপি সদস্য সেলিম মোল্লা এ প্রতিনিধিকে বলেন, আমি কোন লোকজন নিয়ে ভিক্ষুক পরিবারকে কোনো প্রকার ভয়ভীতি ও হুমকি দেয়নি। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, প্রতিবন্ধী ভিক্ষুকের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি তদন্ত করে টাকা উদ্ধারপূর্বক চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- ইউনূস-মোদীর প্রথম বৈঠক
- ‘যশোর গণহত্যা’ শহিদদের স্মরণে নানা কর্মসূচি
- শখের মোটরসাইকেলে প্রাণ গেল বাবা-মেয়ের
- ফ্যাসিস্টরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত
- আজও একশ্রেণীর মানুষ দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি করে যাচ্ছে
- যশোর হার্ট ফাউণ্ডেশনের উদ্যোগে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়
- যশোরে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ
- শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২