কেশবপুর সংবাদদাতা

যশোরের কেশবপুরে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই মডার্ন হাসপাতালে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) দিয়ে সিজার করার অভিযোগে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

সোমবার দুপুরে অপারেশন থিয়েটারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সিলগালা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শহরের মডার্ন হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই রোববার অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোস্তফা কামরুজ্জামান সিজারিয়ান অপারেশন করছিলেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্লিনিকের অপারেশন থিয়েটারে গিয়ে সেকমো মোস্তফা কামরুজ্জামানকে হাতেনাতে ধরে ফেলেন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়। অ্যানেস্থেসিয়া ছাড়াই অপারেশন করার অভিযোগ ওঠে।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মডার্ন হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, মেডিক্যাল অফিসার ডা. এস এম আবু জাহিদ ও ডা. জি এম এস কে ডালিম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, ‘বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই মডার্ন হাসপাতালে সেকমো দিয়ে অপারেশন করার বিষয়ে সত্যতা পেয়ে ক্লিনিকের অপারেশন থিয়েটারটি সিলগালা করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মডার্ন হাসপাতালের অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে।’

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version