কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে মামলা তুলে না নেয়ায় এক যুবককে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে।
আহত ওই যুবককে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত উজ্জ্বল দাস বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ভেরচী পুলিশ ফাঁড়ির এসআই শামীম মঙ্গলবার রাতে জাহাঙ্গীর হোসেনকে (২৫) আটক করেছে। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের দশ কাহুনিয়া গ্রামের সুশীল দাস, তার স্ত্রী ও তার ছোট ছেলে সঞ্জয় দাসকে ২০১৯ সালের ২ মার্চ তারিখে একই গ্রামের জাহাঙ্গীর হোসেন, সুজন হোসেনসহ তাদের সহযোগীরা মারপিট করে। ওই ঘটনায় সুশীল দাস বাদি হয়ে জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেনের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
আসামি জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেন সুশীল দাসকে মামলা তুলে নিতে প্রায়ই হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছিল। তারই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় সুশীল দাসের ছেলে উজ্জ্বল দাসকে ভেরচী বাজারে যাওয়ার পথে আসামী জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেন উজ্জ্বল দাস পথ গতিরোধ লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারপিট করে গুরুতর আহত করাসহ কাছে থাকা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। এক জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ জাহিদুলের নজিরবিহীন দুর্নীতি
- অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
- অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি
- শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার
- উপশহর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত
- ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’
- যশোরে নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচার শো রুম উদ্বোধন
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস