কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে মামলা তুলে না নেয়ায় এক যুবককে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে।
আহত ওই যুবককে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত উজ্জ্বল দাস বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ভেরচী পুলিশ ফাঁড়ির এসআই শামীম মঙ্গলবার রাতে জাহাঙ্গীর হোসেনকে (২৫) আটক করেছে। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের দশ কাহুনিয়া গ্রামের সুশীল দাস, তার স্ত্রী ও তার ছোট ছেলে সঞ্জয় দাসকে ২০১৯ সালের ২ মার্চ তারিখে একই গ্রামের জাহাঙ্গীর হোসেন, সুজন হোসেনসহ তাদের সহযোগীরা মারপিট করে। ওই ঘটনায় সুশীল দাস বাদি হয়ে জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেনের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
আসামি জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেন সুশীল দাসকে মামলা তুলে নিতে প্রায়ই হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছিল। তারই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় সুশীল দাসের ছেলে উজ্জ্বল দাসকে ভেরচী বাজারে যাওয়ার পথে আসামী জাহাঙ্গীর হোসেন ও সুজন হোসেন উজ্জ্বল দাস পথ গতিরোধ লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারপিট করে গুরুতর আহত করাসহ কাছে থাকা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। এক জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- কালিগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে শীতবস্ত্র প্রদান
- যথাযথ মর্যাদায় বাগআঁচড়ায় মহান বিজয় দিবস উদযাপিত
- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ যশোরে আটক আ.লীগের ১৯ নেতাকর্মী
- যশোরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
- যশোর-৪ : আচরণবিধি ভঙ্গ করে শোডাউন, বিএনপির প্রার্থীকে শোকজ
- বেনাপোল ইমিগ্রেশনে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
- গৌরবের বিজয়ের দিন আজ

