কেশবপুর (পৌর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট সুশান্ত দত্তকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি হামিদুজ্জামান ও আলমগীর সিদ্দিকী টিটু, সহসভাপতি মেহেদী হাসান রিপন, নাজমুল হুদা ও মনিরুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও আশিক ইমরান, সাংগঠনিক স¤পাদক সোহেল ইসলাম জনি, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুন্না, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, অর্থ বিষয়ক স¤পাদক আনিসুর রহমান, সহঅর্থ বিষয়ক স¤পাদক রুহুল কুদ্দুস, প্রচার স¤পাদক এনামুল হক, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নন্দ দেবনাথ। এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রাজিকুল ইসলাম, ইকরামুল হক, তানজিলা ইসলাম তমা, সোনালী আক্তার ও কল্যান রায়। একই দিন এ সংঠনের উদ্যোগে মেডিকেল টেকনোলজিস্টদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।